তারেক রহমানের নেতৃত্বে জাতি উপকৃত হবে
- By Jamini Roy --
- 12 December, 2024
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেবল বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায়, বয়সের সাথে তিনি অনেক গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জন করেছেন যা একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে জরুরি। তার নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে।
তিনি আরও বলেন, আমি লন্ডনে এসেছিলাম আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য। তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পটপরিবর্তনের পর এমনিতে বাংলাদেশের সঙ্গে প্রতিদিন কথা হচ্ছিল... তারপরও সামনাসামনি কথা বলে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং দিকনির্দেশনার প্রয়োজন ছিল, সেজন্য এসেছিলাম।
মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের রাজনীতির বিশেষ বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আগামী দিনের দলের জন্য নির্দেশনা নিয়েছি। আমাদের যে পদ্ধতি নিয়ে এগোচ্ছি সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী নির্বাচনে তার নেতৃত্বেই অংশ নেব এবং ভালো ফলাফল করতে পারব।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য সবকিছু প্রস্তুত আছে। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমানও বাংলাদেশে ফিরবেন। কিছু মামলার যৌক্তিক সমাধান হলে এবং পরিবেশ অনুকূল হলে তখন তিনি দেশে ফিরেবেন।
লন্ডনে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন বৈঠকে নো ভিসা ফি বাড়ানোর বিষয়ে প্রবাসীদের ক্ষোভ শুনেছি। বাংলাদেশে গিয়ে সরকারের সঙ্গে এটি নিয়ে কথা বলব।
পাশাপাশি, বিএনপি ত্যাগী প্রবাসী নেতাদের দলের মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তিনি।